রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন হলো অপার সুযোগ ও সম্ভাবনার একটি প্রতিষ্ঠান। এগুলো বৃহত্তরভাবে প্রাক্তন শিক্ষার্থীদের সমর্থন এবং অংশগ্রহণ ব্যতীত অবাস্তব থেকে যাবে। আমরা রাজশাহী কলেজের এইচএসসি এর প্রাক্তন শিক্ষার্থীদের বিষয়ে আপনার সক্রিয় অংশগ্রহণকে স্বাগত জানাই। আপনি যদি এর কিছু কার্যক্রমে আপনার প্রতিভা এবং সময় দিতে ইচ্ছুক হোন, তাহলে অনুগ্রহ করে আপনার পছন্দ সম্পর্কে আমাদের জানান। সদস্য হতে নিচের নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন।
এই সংগঠনে নিম্নরূপ তিন ধরনের সদস্যপদ থাকবে।
রাজশাহী কলেজ হতে উচ্চ
মাধ্যমিক/এইচ.এস.সি/ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ প্রাক্তন শিক্ষার্থী, যারা বাৎসরিক
চাঁদা ৬০০/= (ছয়শত) টাকা পরিশোধ করে সাধারণ সদস্য পদ গ্রহণ করবেন।
সাধারণ সদস্যপদ প্রাপ্তির
যোগ্য যে কেউ নির্ধারিত ফরমে আবেদনের মাধ্যমে এই সংগঠনের আজীবন সদস্য হতে পারবে। আজীবন
সদস্যপদের চাঁদা হবে এককালীন ১০,০০০/= (দশ হাজার) টাকা। আজীবন সদস্যগণ সংগঠনের স্থায়ী
সদস্য হিসেবে বিবেচিত হবে। আজীবন সদস্যের জন্য বাৎসরিক চাঁদা প্রযোজ্য হবে না।
যে সকল সাবেক শিক্ষার্থী
এই কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হবার পর এখান থেকে শিক্ষা কার্যক্রম সম্পন্ন না করে
অন্যত্র উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছে, তারা এবং এই কলেজের উচ্চ মাধ্যমিকের চলতি শিক্ষার্থীগণ
(Running Student) সহযোগী সদস্য হতে পারবে।
উল্লেখ্য সহযোগী সদস্যদের ভোটাধিকার থাকবে না। সহযোগী সদস্যদের বাৎসরিক চাঁদা হবে ২০০/=
(দুইশত) টাকা।
উল্লেখ্য যে শুধুমাত্র সাধারণ ও আজীবন সদস্যদের সাধারণ সভায় ভোটাধিকার থাকবে এবং শুধুমাত্র তারাই কার্যকরী পরিষদে নির্বাচিত হতে পারবেন। সাধারণ সদস্যদের নির্ধারিত চাঁদা নিয়মিত পরিশোধ করতে হবে অন্যথায় সদস্যপদ সাময়িকভাবে স্থগিত থাকবে। সদস্যপদের জন্য বার্ষিক চাঁদার হার ও নির্ধারিত ফরম কার্যকরী পরিষদ সময়ে সময়ে পূর্ণনির্ধারন করতে পারবে।