ভিশন, মিশন, মূল্যবোধ, লক্ষ্য ও উদ্দেশ্য

 

ক) ভিশন : রাজশাহী কলেজের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে এই কলেজকে সারা বিশে^র নেতৃত্ব প্রদানকারী একটি আদর্শ জ্ঞানচর্চার কেন্দ্রে রূপান্তর করা।

খ) মিশন : প্রাক্তন শিক্ষার্থীদের আবেগে অনুপ্রাণিত ও আজীবন সম্পর্ক সৃষ্টি করে, তাদের সক্রিয় অংশগ্রহণ ও সকল অংশীজনের (স্টেকহোল্ডার) প্রত্যাশা পূরণের মাধ্যমে রাজশাহী কলেজকে শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত করা।

গ) মূল্যবোধ : দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ, স্বচ্ছতা, জবাবদিহিতা, লিঙ্গ সমতা ও গণতন্ত্র।

ঘ)  লক্ষ্য ও উদ্দেশ্য :

১। রাজশাহী কলেজের উচ্চ মাধ্যমিক/এইচ.এস.সি/ইন্টারমিডিয়েট প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত যোগাযোগের একটি ফোরাম হিসেবে কাজ করা। প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে একতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ স্থাপন এবং একে অন্যকে যথাসম্ভব সাহায্য সহযোগিতামূলক মনোভাব  প্রতিষ্ঠা করা এবং তা বজায় রাখা।

২। কলেজের সার্বিক উন্নয়নে বিভিন্ন বিভাগের চাহিদা অনুযায়ী ভূমিকা পালনে সচেষ্ট থাকা ও রাজশাহী কলেজের ছাত্রদের স্বার্থ রক্ষা করা।

৩। কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধনের মাধ্যমে তাদের একাডেমিক ও নন-একাডেমিক বিভিন্ন বিষয়ের জন্য সহায়ক হিসেবে কাজ করা।

৪। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও নতুন কর্মক্ষেত্র সৃষ্টিতে সহায়তা করা।

৫। সমষ্টিগত উদ্যোগে সকল সদস্য, কলেজের বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীদেরকে দেশ ও জাতীয় সত্ত্বার কল্যাণে ভূমিকা পালন করা।

৬। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনুরূপ সংগঠন/প্রতিষ্ঠানের সাথে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করা।

৭। রাজশাহী কলেজের শিক্ষার পরিবেশ উন্নয়নে সহযোগিতা করা এবং শিক্ষার উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা।