১৮৭৩ সালে রাজশাহী কলেজ প্রতিষ্ঠিত হয়। উত্তরবঙ্গের সুপ্রাচীন এই কলেজ থেকে বহু ছাত্রছাত্রী কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি র্অজন করছেনে এবং দেশে ও বিদেশে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। এদের মধ্যে অনেকেই ইতোমধ্যে অবসর জীবন যাপন করছেন আবার হয়ত কেউ কেউ চাকুরী খুঁজছেন। প্রাক্তন এইসব শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগের উত্তম ও কার্যকর মাধ্যম হলো অ্যালামনাই এসোসিয়েশন। এই এসোসিয়েশনের মাধ্যমে পুরোনো সহপাঠীদের মধ্যে যেমন সম্পর্ক স্থাপনের সুযোগ তৈরি হবে তেমনি নবীন ও বয়:জ্যেষ্ঠ প্রাক্তন ছাত্রছাত্রীর মধ্যে একটি সুন্দর মেলবন্ধন সৃষ্টি হবে। এরূপ সম্পর্ক স্থাপনের ফলে এসোসিয়েশনের সকল সদস্যের নানাদিক থেকে উপকৃত হবার সম্ভাবনা থাকবে।
এছাড়া একবিংশ শতাব্দীর গ্লোবাল শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে রাজশাহী কলেজের শিক্ষাদান ও গ্রহণে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্যে অ্যালামনাই এসোসিয়েশন অনেকখানি সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রাক্তনীরা মনে করেন।
রাজশাহী কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে সেতু-বন্ধন রচনার মাধ্যমে পারস্পরিক সহযোগিতায় রাজশাহী কলেজের সার্বিক উৎকর্ষ সাধন ও সুনাম বৃদ্ধির লক্ষ্যে অদ্য ২৭.১২.২০১৯ তারিখে অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যগণ একটি সাধারণ সভায় মিলিত হওয়ার মাধ্যমে রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের প্রতিষ্ঠা লাভ করে।
জ্ঞানচর্চার সুপ্রাচীন তীর্থভূমি রাজশাহী কলেজ নান্দনিক ও ঐতিহাসিক আভিজাত্য নিয়ে এখনো দাঁড়িয়ে রয়েছে আলোকবর্তিকা রূপে। এর পবিত্র প্রাঙ্গনে কৈশোর পেরিয়ে আসা প্রদীপ্ত যুবক খুঁজে পেয়েছে মহিমান্বিত জীবনলাভের অমৃতসুধা। এই সুধা পান করে অমরত্ব লাভ করেছেন অসংখ্য কৃতিজন। তারা আর্থ-সামাজিক ও জ্ঞানের নানা ক্ষেত্রকে আলোকিত ও সুশোভিত করেছেন যুগে যুগে। জ্ঞানচর্চা ও শিক্ষাবিস্তারে রাজশাহী কলেজের ঐতিহাসিক অবদানের গৌরবোজ্জ্বল ধারাবাহিকতা আজও স্বমহিমায় চলমান রয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন হিসেবে রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের প্রয়াস থাকে সর্বদা নিজেদের অর্জিত জ্ঞান ও মূল্যবোধ থেকে উৎসারিত শুভচিন্তা ও কাজের মাধ্যমে কলেজকে গৌরবান্বিত করা। আমাদের খ্যাতি সুপ্রাচীন; বিস্তার বিশ্বময়।
২০১৯ সালে অনুষ্ঠিত প্রথম পুনর্মিলনী উৎসবের মাধ্যমে বাংলাদেশ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসে অফুরন্ত-অনিঃশেষ স্মৃতির মোহাবিষ্টে সবাই এসে মিলিত হয়েছিলাম প্রিয় কলেজ প্রাঙ্গণে। তখন বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীগণের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়েছিলো আমাদের প্রাণাধিক প্রিয় রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন। আপনি যদি রাজশাহী কলেজের ইন্টারমিডিয়েটের প্রাক্তন শিক্ষার্থী হয়ে থাকেন যিনি এখনও এই সংগঠনের সদস্য হননি, আমি আপনাকে সদস্যদের হওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। এটি অত্যন্ত সহজ প্রক্রিয়া।